বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালসহ ১৪জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় ধুনট উপজেলা পরিষদ সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হাই খোকনের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভায় অংশ নিতে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপজেলা পরিষদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, আ.লীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে অংশ নিতে আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেই। এসময় আমার কর্মীসমর্থক দেখে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু ঈর্ষান্নিত হয়ে পাশে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে থাকে। এসময় আমি প্রতিবাদ করলে মিন্টু, তার ভাই উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তার ভাগিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও তাদের লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমাকেসহ ১৪জন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে ডাবলু নামে এক ইউপি সদস্যকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু বলেন, ইউপি চেয়ারম্যান হেলালের লোকজন কর্মীসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এতে প্রতিবাদ করতে গেলে তার লোকজনই আমাকে কিল ঘুষি মেরে আহত করে।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।