জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত ২৪ ফেব্রুয়ারির গণশুনানি কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছেন এর নেতারা। ২৪ ফেব্রুআরি গনশুনানি কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয় কমিটি ও কেন্দ্রীয় সমন্বয় কমিটি প্রস্তুতি সভার আয়োজন করে। রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা মহানগড়ের সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গণফোরামের সাধারন সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকর সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, গনদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
সভা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা মহানগড়ের সমন্বয়ক আব্দুস সালাম বলেন, আজ আমাদের ঢাকা মহানগড় ও কেন্দ্রীয় লিয়াজু কমিটির সভা হয়েছে। সভায় ২৪ তারিখে জাতীয় ঐক্যফ্রন্টের গনশুনানী কর্মসূচী বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সির্দ্ধান্ত গৃহীত হয়। এসময় তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে একই স্থানে একই সময় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ফন্টের সিনিয়র নেতারা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান বিএনপির এ নেতা।