ঢাকাMonday , 24 March 2025
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিচারের পর আওয়ামীলীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে : জোনায়েদ সাকি

Link Copied!

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে যত গুম, খুন, নির্বিচারে হত্যাকাণ্ড ও লুটপাট হয়েছে সেইসব ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মী ও শেখ হাসিনাসহ দায়ী সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। দল হিসেবে আওয়ামীলীগকেও এই অপরাধের জন্য বিচারের আওতায় আনতে হবে এবং এজন্য নতুন আইন প্রণয়ন করতে হবে। এরপরই আওয়ামীলীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে। বিচার এড়িয়ে হত্যা-নির্যাতনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার সুযোগ জনগণ দেবে না।

সোমবার বিকেলে ময়মনসিংহের একটি হোটেলে “নূন্যতম জাতীয় ঐক্যের মধ্য দিয়েই সংস্কার প্রক্রিয়াকে তরান্বিত করে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই পারে বাংলাদেশকে গণতন্ত্রের গতিমুখে ফেরাতে” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাকি আরও বলেন, বিগত দিনগুলোতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু আজও সাধারণ মানুষের  স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ১৯৭২ সাল থেকে দেশে এমন একটি সাংবিধানিক ক্ষমতা কাঠামো সৃষ্টি হয়েছে, যেখানে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত এবং তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে। হাসিনা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে জমিদারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন। গত ১৫ বছরে এভাবেই দেশ পরিচালনা করেছেন, যেখানে ভিন্নমতাবলম্বীদের শত্রু  আখ্যা দিয়ে বিভাজন সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলন জনগণের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করা জরুরি, যেখানে নাগরিকরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে। কিন্তু গত ১৫ বছরে আওয়ামীলীগের নেতৃত্বে গুম, খুন, নির্যাতন ও সম্পদ লুটপাট হয়েছে। এ সময়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামীলীগ সুবিধা নিয়েছে।

জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ইতোমধ্যে কমিশনগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে এবং গণসংহতি আন্দোলনও মঙ্গলবার মতামত প্রদান করবে। এরপর  জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি করতে হবে জাতীয় সনদ।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি এবং তাদের বিদেশি দোসররা বাংলাদেশের গণতান্ত্রিক অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য তৎপর রয়েছে। বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে ভারতীয় মিডিয়াসহ বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান রোকন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের কৃতিত্ব সকলের। এই আন্দোলনের মূল যোদ্ধা আওয়ামীলীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এখনো আমরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

এছাড়া অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এআরএম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট অমিত হাসান দীপু, নাগরিক ঐক্য ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব হাতেম রানা, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।