ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

Sajeeb

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বুলবুল আহমেদ সজীব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের বলাশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সজীবের দেহ তল্লাশী করলে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়। পরে সজীবকে গাড়ীতে উঠানোর সময় তার আত্মীয়-স্বজনসহ দুই শতাধিক সমর্থক লাঠি-সোঠা ও লোহার রড নিয়ে পুলিশের উপর আক্রমণ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হামলাকারিরা পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করে। এঘটনায় পুলিশের এসআই রফিকুল ইসলাম আহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

Share this post

scroll to top