ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘষের ঘটনার্য় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পাচঁটার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স কার্যালয়ের সামনে ময়মনসিংহমুখী বালুবাহী দাঁড়ানো ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ও গুরুতর আহত একজনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতরা হলেন, ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা (২৮) ও গোহাইলকান্দি এলাকার শাকিল (২৬)। এছাড়া গুরুতর আহত ফাহাদ মোহাম্মদ ফারাবি ময়মনসিংহ সদরের আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের পুত্র।
হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের জানান, আহত ও নিহতদের পরিচয় পাওয়া গেছে। এঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্ধ করা হয়েছে।
ফায়ার ফাইটার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের সাথে থাকা ব্যাগে মদের বোতল ছিল। সবগুলো বোতল ভেঙ্গে গেলেও একটি বোতল অক্ষত ছিল।