ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : গাড়ি ভাংচুর

Mymensingh-BNP

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে এবং একটি প্রাইভেকটকার ও সাতটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল আহমদ দলীয়কর্মীদের নিয়ে বালিয়াপাড়ায় এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহমেদ তাইয়েবুর রহমান হিরনের অনুসারীরা গাড়ি বহরে হামলা চালায়। হামলায় গুরুতর আহত যুবদলের কর্মী আব্দুস সালাম (৪৫), আনোয়ার হোসেন (৪৫) ও সাখাওয়াত (৩৫)কে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ইঞ্জি. ইকবাল আহমদ জানান, দলীয় কর্মীর ছেলের আকিকার অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে বেলতলী নামক স্থানে পৌঁছলে হিরনের অনুসারীরা হামলা চালায়। এঘটনায় তাকে বহনকারী গাড়ি ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এবিষয়ে আহমেদ তাইয়েবুর রহমান হিরন জানান, ঘটনাটি আমি শুনেছি, সুজাতের ছেলের আকিকার দাওয়াতে যাওয়ার সময় হামলাটি ঘটেছে। স্থানীয় বিরোধে ঘটনাটি ঘটেছে। ‘আমি বা আমার লোকজন এতে জড়িত নয়।’

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, স্থানীয় বিরোধে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এঘটনায় ইঞ্জি. ইকবাল আহমদ ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার রাত নয়টায় গৌরীপুর শহরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মীরা।

Share this post

scroll to top