ঢাকাMonday , 6 January 2025
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী

newsdesk5
January 6, 2025 2:41 pm
Link Copied!

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের ভূমধ্যসাগর উপকূলীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (রোববার) টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরাইলের হাদেরা শহরে অবস্থিত ওরট রবিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হামলাটি সাফল্যের সঙ্গে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বলে তিনি জানান। সারি বলেন, ইয়েমেনের জনগণ, তাদের নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাবে।

ইয়েমেনের এই সেনা মুখপাত্র আবারও জোর দিয়ে বলেন, দারিদ্র-পীড়িত ও কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকায় যতদিন ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা চলবে ততদিন এই উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল-বিরোধী অভিযান চালিয়ে যাবে।

এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি সৌদি আরবকে সীমান্ত আগ্রাসনের ব্যাপারে সতর্ক  করে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে ইয়েমেনের একজন বেসামরিক ব্যক্তি ও আফ্রিকার একজন শরণার্থী নিহত হওয়ার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।