ঢাকাTuesday , 26 November 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ-আহতদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদর উপজেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ-আহতদের স্মরণে তাঁদের পরিবারের সদস্য ও অংশীজনের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হলরুমে এই স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় গত জুলাই-আগস্টে স্বৈরাচার আওয়ামীলীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে আহত ও শহিদ ৩ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে উপস্থিত শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে রজনীগন্ধা ফুল এবং আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের পরিবারের জন্য সরকার ইতোমধ্যে অনুদানের ঘোষণা দিয়েছে। সামনের সপ্তাহের মধ্যে ময়মনসিংহের শহিদদের পরিবারের হাতে ঘোষিত অনুদানের অর্থ তুলে দেয়া হবে। তাছাড়া আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জেলা প্রশাসন সকল স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে আর্থিক বা কোন ধরণের হয়রানির শিকার হবে না বলেও নিশ্চয়তা দেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আহত বা শহিদ যারা হয়েছেন সেসব পরিবার যদি এলাকায় বাসস্থান সংকটে থাকেন তবে তা যেন দ্রুত সমাধান করা হয় এবং টিআর-কাবিখা প্রকল্পগুলোর মাধ্যমেও যেন শহিদ ও আহতদের পরিবার অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা পায় সেজন্য জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন আন্দোলনে আহত শিক্ষার্থী মেহরাজ উদ্দিন শ্রাবণ, ফুয়াদ উদ্দিন নাঈম, জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়ক গোকূল সূত্রধর মানিক ও মাজহারুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামির আমীর আব্দুল করিম, জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুহিবুল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।