ঢাকাMonday , 18 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘটকালির নামে তরুণীকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

Link Copied!

বিয়ের ঘটকালির নাম করে এক প্রতিবন্দ্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে। এ ঘটনায় একই গ্রামের উত্তরপাড়ার রশিদের বাড়ি হতে ধর্ষক ঘটককে আটক করেছে পুলিশ। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণ ও মামলার এজহার সূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের উত্তরপাড়ার রশিদের বাড়ির মৃত আঃ সোবহানের পুত্র আমিনুল হক (৪৫) ঘটকালির নাম করে একই গ্রামের পশ্চিমপাড়ার মৃতঃ সুলতান পাটোয়ারির প্রতিবন্ধী কন্যা (২৬) কে ভালো ছেলের কাছে বিবাহের ব্যবস্থা করে দিবে মর্মে তাদের পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে।

একপর্যায়ে ধর্ষিতার পরিবারের অনুপস্থিতিতে গত বছরের ২৮, ২৯ ও ৩০ আগস্ট রাতে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে তরুনীকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে গত বছরের ১৫ অক্টোবর রাতে তাকে তরল জাতীয় পানীয় খাইয়ে গর্ভপাত করায় অভিযুক্ত ধর্ষক। পরে ভিকটিম তরুণীর পরিবার বিষয়টি জানতে পারলে ধর্ষক আমিনুল তাদেরকে বিষয়টি গোপন রাখতে বলে।

এরপর গত ৩ নভেম্বর রাতে ধর্ষিতা তরুণী বাদি হয়ে শাহরাস্তি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই গা ঢাকা দেয় অভিযুক্ত ধর্ষক আমিনুল। পরে গত ১৬ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে শাহরাস্তি থানার এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক আমিনুলকে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মোঃ শাহ আলম জানান, ইতোপূর্বে ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।