ছাত্রলীগ নেত্রী সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির আসল পরিচয় পাওয়া গেছে

Urmi

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তিকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির আসল পরিচয় পাওয়া গেছে। ঊর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ঊর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী ছিলেন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করে ৪০তম বিসিএসের মাধ্যমে ২০২২ সালের ৮ ডিসেম্বর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। ঊর্মির বাবা আওয়ামীপন্থি শিক্ষক সংগঠনের নেতা মো. ইসমাইল হোসেন ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল এবং নেত্রকোনার একটি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকুরি থেকে তিনি অবসর নিয়ে বর্তমানে ময়মনসিংহ নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ঊর্মির মা নাসরিন জাহান বর্তমানে ময়মনসিংহের হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের বর্তমান আবাসস্থল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকার ১৬৭/১ নম্বরের বাসা। তাদের আদি নিবাস নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে।

Share this post

scroll to top