ঢাকাWednesday , 2 October 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জাপানে মাস্টার্স কোর্সে স্কলারশীপ, আবেদনের সুযোগ যাদের

Link Copied!

বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য বৃত্তি প্রদান করবে জাপান। জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস)–এর অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য দেওয়া হবে এ বৃত্তি। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এ স্কলারশিপের বিস্তারিত বিবরণ—

• ডিগ্রি: জাপানের বিশ্ববিদ্যালয়ে দুই বছরের মাস্টার্স ডিগ্রি
• ভাষা: ইংরেজিতে চলবে পড়াশোনার কার্যক্রম
জাপানে বৃত্তির সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফিসহ;
*থাকা–খাওয়ার ব্যয় বহন;
*যাতায়াতের জন্য বিমান টিকিট;
*গবেষণার জন্য অর্থ:
*জীবনযাপনের ব্যয়ের জন্য অর্থ;
*এ ছাড়া স্কলারশিপে জেডিএসের অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।

জাপানের বৃত্তির আবেদনের যোগ্যতা কী কী—

• ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে পারদর্শী বাংলাদেশি নাগরিক হতে হবে;
• ১ এপ্রিল ২০২৫–এ বয়স ৪০–এর কম হতে হবে;
• আবেদনের সময় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
• স্নাতকসহ ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। (কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি পাওয়া যাবে না এবং কমপক্ষে দুইটিতে প্রথম শ্রেণিতে পাস করতে হবে।)

আগামী ৩১ অক্টোবর ১৭: ০০টা পর্যন্ত (আন্তর্জাতিক সময়) আবেদন করতে পারবেন আগ্রহীরা। ৩১ অক্টোবরের মধ্যে জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশ-এ আবেদন পাঠাতে হবে। এল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ ঠিকানায় পাঠাতে হবে আবেদন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।