বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মাতুয়াইলে কর্তব্য পালন করতে যাওয়ার সময় দুষ্কৃতিকারীরা মেরে ঝুলিয়ে রাখা পুলিশের এএসআই মোক্তাদিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শান্তনা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে যান তিনি। এ সময় তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং নিহত পুলিশ কর্মকর্তার কবর জিয়ারত করেন। পরে পুলিশ কর্মকর্তার পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় গফরগাঁও সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম, ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, আওয়ামী লীগ নেতা নুরে আলম জিকু, ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আহমেদ সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঁইয়া জানান, যে ষড়যন্ত্রকারীরা বা নাশকতাকারীরা আমাদের পুলিশকে হত্যা করেছে। জনগণের জানমালের ক্ষতি করেছে। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে এইসব ষড়যন্ত্রকারীদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।
বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে প্রকাশিত