ঢাকাWednesday , 17 July 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রবল বর্ষণে আফগানিস্তানে ৩৫ জনের প্রাণহানি

Link Copied!

প্রবল বর্ষণে গাছ, দেয়াল ও বাড়ির ছাদ ধসে পড়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৩০ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নানগারহার আঞ্চলিক হাসপাতাল ও ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির।

বার্তা সংস্থা এএফপিকে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন বলেন, সোমবার সন্ধ্যায় জালালাবাদ ও নানগারহারের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টিতে ৩৫ জন নিহত হন। এতে ২৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, প্রবল ঝড়-বৃষ্টির কারণে গাছ, দেয়াল ও মানুষের বাড়ি-ঘরের ছাদ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বদলুন বলেন, আহতদের চিকিৎসার জন্য নানগারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্য ও সংস্কৃতি বিভাগের পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা ও নীল ইউনিফর্ম পরা স্বাস্থ্যকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত ভবন এবং উপড়ে পড়া বৈদ্যুতিক খুঁটি দেখা যায়।

নানগারহার কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জালালাবাদের প্রাদেশিক রাজধানীতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। অনেক নাগরিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করতে হাসপাতালে রক্ত দিয়েছেন।

তালেবান সরকারের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা নিহতদের পরিবারের জন্য শোক ও সমবেদনা প্রকাশ করছি।

মুজাহিদ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসলামি আমিরাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

তারা বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয়, খাদ্য ও ওষুধ সরবরাহ করবে।

আফগানিস্তানে মে মাসে আকস্মিক বন্যায় শত শত লোক মারা যাওয়ার পর এবং দেশের কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। যেখানে জনসংখ্যার ৮০ শতাংশ বেঁচে থাকার জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।