ময়মনসিংহে রেল সেতুর সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা তরুণের মৃত্যু

Dead

ময়মনসিংহে রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমণ করা অজ্ঞাত এক তরুণের (১৭) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ঘটনাটি ঘটে।

জানা যায়, ট্রেনটি ময়মনসিংহ কেওয়াটখালি রেলব্রিজ পার হওয়ার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ওই তরুণ। ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ অজ্ঞাত তরুণকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশনে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কার্তিক বলেন, রেলব্রিজের সঙ্গে ধাক্কায় ওই তরুণ মাথায় আঘাত পায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this post

scroll to top