নেত্রকোনায় দ্বিগুণের বেশি ভাড়া আদায়, দুই সিএনজি চালককে জরিমানা

netrokona

ঈদ শেষে কর্মস্থলে ফেরত যাওয়া যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছে প্রশাসন।

শুক্রবার (২১ জুন) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে টেংগাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।

এ সময় দ্বিগুণের বেশি ভাড়া আদায় করায় দুই সিএনজি চালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি অন্য চালকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে সতর্ক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মোহনগঞ্জ স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সরাসরি নেত্রকোনা ও ময়মনসিংহ যাতায়াত করে। অন্যান্য সময় প্রতি যাত্রী মোহনগঞ্জ থেকে নেত্রকোনায় ১০০ টাকা ও ময়মনসিংহ ২০০ টাকা ভাড়ায় যাতায়ত করেন। কিন্তু ঈদের কয়দিন আগে থেকেই ভাড়া বাড়িয়ে নেত্রকোনা পর্যন্ত ২৫০ টাকা ও ময়মনসিংহ পর্যন্ত যাত্রী প্রতি ৫০০ টাকা করে নিচ্ছেন সিএনজি চালকরা। এতে ঈদে বাড়ি ফেরা মানুষেরা অতিরিক্ত ভাড়া গুনেছেন। এবার ঈদ শেষে কর্মস্থলে ফিরতেও আবার দ্বিগুনের বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির শুক্রবার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালান। অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে অন্য চালকদের সতর্ক করেন।

এ বিষয়ে যাত্রী এনামুল হক বলেন, আগে আমরা সিএনজিতে করে ১০০ টাকায় নেত্রকোনা আর ২০০ টাকায় ময়মনসিংহ যেতাম। ঈদের কয়দিন আগে থেকেই চালকেরা একজোট হয়ে ভাড়া দ্বিগুণের বেশি বাড়িয়ে দিয়েছেন। এখন নেত্রকোনা ২৫০ টাকা আর ময়মনসিংহ ৫০০ টাকা ভাড়া করে ফেলেছেন। আমরা সাধারণ যাত্রীরা তাদের হাতে জিম্মি। এ বিষয়ে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই সিএনজি চালককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে আমরা নিয়মিত খোঁজ খবর রাখব। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ও মোহনগঞ্জ থানার একদল পুলিশ তার সঙ্গে ছিলেন।

Share this post

scroll to top