ময়মনসিংহসহ দেশের তিন বিভাগে আজ বৃহস্পতিবার থেকে আগামী দুই দিন বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে আজ ও আগামীকাল বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার এই তিন বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। এর পর থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে।
এবার গত ৩০ মে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রবেশের সময় সাধারণত ৩১ মে। এ বছর এক দিন আগেই বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে এ বায়ু সক্রিয় হতে আরও কয়েক দিন সময় নেয়।
গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। তবে কয়েক দিন পর বৃষ্টি কমে আসে। তাপপ্রবাহ শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে।
জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।
সিলেটে এখনো বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির এই ধারার মধ্যেও কিন্তু দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম। যদিও কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঢাকায় আজ বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে। তবে তা বিকেলের পরে হতে পারে। আগামীকাল ভোরেও ঢাকায় বৃষ্টি সম্ভাবনা আছে কিছুটা।