কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সর্বশেষ পদক্ষেপ হিসেবে দিল্লি থেকে নিজেদের হাইকমিশনারকে দেশে ফেরত নিয়ে গেছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে এ বিষয়ে জানান, ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ফিরে আসতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার সকালেই সোহেল মাহমুদ দিল্লি ছাড়েন। পুলওয়ামার হামলার পরপরই পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। তার পরই পাক রাষ্ট্রদূত সোহেল মামুদকে ডেকে পাঠিয়ে হামলার কড়া নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।
গত বৃহস্পতিবার চালানো ওই হামলায় সিআরপিএফের ৪৪ জন সদস্য নিহত হয়। আহতের সংখ্যাও শ-খানেক। হামলার কিছুক্ষণ পরই এর দায় স্বীকার করে সশস্ত্র সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।