ঢাকাMonday , 3 June 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে মাদক ব্যবসায়ীর হামলায় ৩ পুলিশ সদস্য আহত : গ্রেফতার ৯

Link Copied!

গোলাম মোস্তফা, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে মাদক ব্যবসায়ীকে আটক করতে গেলে তারা হামলা করে পুলিশের তিন এসআইকে আহত করেছে।রবিবার রাত নয়টায় উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই রবিউল ইসলাম,বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলম।এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

পুলিশের সূত্র জানায়,উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপার এলাকায় মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার নেতৃত্বে কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার জন্য একত্রে হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়।এতে দুই এসআই ও এক এএসআই আহত হয়।আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুবুর রহমান জানান,পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চলছে।অভিযুক্ত নারী পুরুষ সহ ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।