বাকৃবি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মধ্যে সমঝোতা স্মারক সই

BAU Meusium News

বাকৃবি প্রতিনিধি:শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্বারক অনুষ্ঠানে বাকৃবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ এবং বিসিএসআইআরের পক্ষে সচিব ড. মো. সেলিম রেজা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুর ১ টায় ঢাকায় বিসিএসআইআরের সম্মেলন কক্ষে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, সচিব ড. মো. সেলিম রেজা, বাকৃবি রেজিস্ট্রার মো. অলিউল্লাহ, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম, বাকৃবি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলামসহ বিসিএসআইআরের বিভিন্ন পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, বিজ্ঞান এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানকে সবাই ভালোবাসতে হবে। আপনারা যারা কৃষিবিদ তারা বিজ্ঞানকে ভালোবাসেন বলেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বিজ্ঞানকে ভালোবেসে আমরা মিলে মিশে কাজ করে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।

Share this post

scroll to top