মরক্কোর সাথে গোপন বৈঠকে নেতানিয়াহু

মরক্কোর সাথে গোপন বৈঠকে বসেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। ইসরাইলের গণমাধ্যমে সোমবার এ খবর দেয়া হয়।

ইসরাইলি চ্যানেল-১৩ -এর খবরে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নেসার বৌরিতার সাথে এ বৈঠক করেছিলেন নেতানিয়াহু। নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকে এ বৈঠক করেন তারা। সেখানে তারা ইসরাইল ও মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় তিনি প্রকাশ্যভাবে মরক্কো সফরের ব্যাপারেও আলোচনা করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় তারা এ বিষয়ে আলোচনায় বসেন। এ সময় তাদের আলোচনায় ইরানের ইস্যুও উঠে আসে।

তবে নেতানিয়াহুর অফিসের পক্ষ হতে এ ব্যাপারে কোনো কিছুই জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তারা জানায়, যেসব দেশের সাথে ইসরাইলের স্বাভাবিক সম্পর্ক নেই তাদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো না।মরক্কো কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সূত্র : ডেইলি সাবাহ

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top