জামালপুরে ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট সোলারবিদ্যুৎ উৎপাদন হাব তৈরির পরিকল্পনা করেছে সরকার। এ লক্ষ্যে জামালপুরের ইসলামপুর যমুনা নদীর চরে ২০ হাজার একর জমির ওপর তৈরি হতে যাচ্ছে ‘রিনিওয়েবল এনার্জি পলিসি’। জমির ওপর একটি ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) সম্পন্ন করে এরই মধ্যে গবেষণা করে একটি ইতিবাচক প্রতিবেদন দিয়েছে বিশ্বব্যাংক।
এ বিষয়ে সম্প্রতি এক আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নীরোদ চন্দ্র মণ্ডল বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ; বিশেষ করে সোলার রুফটপকে উৎসাহিত করতে আমদানিকৃত প্রযুক্তি ও যন্ত্রাংশের ওপর ট্যারিফ, ডিউটি কমানোর জন্য নতুন পলিসি করা হচ্ছে, এসআরও এর মাধ্যমে এটি শিগগিরই জানানো হবে। আমরা আশা করছি, শুধু জামালপুরের এ চরাঞ্চলেই ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব।