অস্ত্র মামলায় ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলর রোমানের ১০ বছরের কারাদন্ড

Rasheduzzaman-Ruman-Watermark

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. রাশেদুজ্জামান রোমানকে (৪০) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাশেদুজ্জামান রোমান নগরীর গন্ডপা এলাকার আব্দুল মান্নান মালের ছেলে।

বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, কোতোয়ালি মডেল থানার দায়েরকৃত অস্ত্র মামলায় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলাসূত্রে জানা যায়, রোমান বাহিনীর সন্ত্রাসীরা সাধারন মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত। এছাড়াও এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসীকর্মকান্ডে লিপ্ত থাকত। এলাকায় জমি জমা ক্রয়-বিক্রয় করতে হলে প্রত্যেক ক্রয়/বিক্রেতাকেই রোমান বাহিনীকে চাঁদা দিতে হতো। এমন অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ৫ জুন ভোরে ময়মনসিংহ শহরতলীর আকুয়া গন্ডপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪ এর লেঃ কমান্ডার এএনএম ইফতেখার রাকিব। অভিযান পরিচালনাকালে রাশেদুজ্জামান নোমানের কাছ থেকে ৬ রাউন্ডের একটি দেশীয় রিভলবার, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ১ টি রামদা, ২ টি চাপাতি, ১ টি দা, ২ টি ছুড়ি, ২ টি চাকু, অস্ত্র বিক্রির নগদ ৫৭ হাজার ১০০ টাকা ও ১ টি মোবাইল সেট উদ্ধার শেষে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Share this post

scroll to top