ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ধানের খেড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে মজিবর শেখ (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুর তিনটার দিকে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বওলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মুন্না নিহত কৃষক মজিবর শেখ একই গ্রামের হাদিস আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান,মজিবর রহমান নিজের বাড়ির পাশে ধানের খেড় শুকাচ্ছিলেন এক পর্যায়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

