গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি : ফুলপুরে টানা তীব্র তাপদাহে চরম ভোগান্তিতে রয়েছেন কৃষকরা। মাঠে পাকা ধান অথচ কাটার ধুম নেই। তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষীরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক।
তীব্র গরমের মধ্যেই শুরু হয়েছে ধান কাটার মৌসুম।এই নিয়ে বিপাকে পড়তে হয়েছে কৃষকদের। অতিরিক্ত তাপে বোরো ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।
কৃষি বিভাগ বলছে, উপজেলাটিতে এ বছর ধানের ফলন ভালো হয়েছে।তবে এই ফসল কেটে তুলতে শ্রমিকের অভাবে সমস্যায় পড়ছেন কৃষকরা।
আর কৃষকরা বলছেন,দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই বাড়তি পারিশ্রমিক দিয়েই ধান কেটে ঘরে তুলছেন অনেকে।তাদের দাবি,উৎপাদন খরচ বাড়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে।
এদিকে,তীব্র গরমে দুপুরে হলেই শহরের সড়কে তেমন একটা যানবাহন চোখে পড়ছে না।জীবন চালাতে হিমশিম খাচ্ছেন রিক্সা ও ভ্যানচালকরা। একান্ত প্রয়োজন ছাড়া দোকানিরাও ঝাঁপ খুলছেন না।
গরমে শ্রমিক সংকট থাকলেও কৃষকরা কষ্টে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।