ম্যারেজ রেজিষ্ট্রারের অপকর্ম!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রারের বিরুদ্ধে ভুয়া তালাকনামা সৃজনের গুরুতর অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আলম মোল্যার মেয়ে নিছারন বেগম ওরফে তন্নির (২২) সাথে খামার মাগুরা গ্রামের শামছেল খানের ছেলে সৌরব খান (২৫) বিয়ের হয়। বিয়ের পর থেকে সুখেই সংসার চলছিল। তবে কিছু দিন পর পারিবারিক কলহের জের ধরে নিছারন বেগম ওরফে তন্নি বাবার বাড়িতে অবস্থান নেন। এ সুযোগে জামালপুর ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রার ও নলিয়া গ্রামের মৃত হাই মোল্যার ছেলে ইসহাক আলী মোল্যার সাথে যোগসাজসে তার সহযোগিতায় অন্য মহিলাকে নিছারন বেগম ওরফে তন্নি ও তার অভিভাবক সাজিয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ভুয়া তালাকনামা সৃজন করেন। বিষয়টি জানাজানি হলে বেরিয়ে পড়ে ম্যারেজ রেজিষ্ট্রারের অপকর্ম।

নিছারন বেগম ওরফে তন্নি জানান, জামালপুর ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রার ও নলিয়া গ্রামের মৃত হাই মোল্যার ছেলে ইসহাক আলী মোল্যার সাথে যোগসাজসে তার স্বামী সৌরব খান ও তাদের পরিবারের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে তার ও অভিভাবকদের অনুপস্থিতিতে তার স্বাক্ষরযুক্ত ভুয়া তালাকনামা সৃজন করেন। বিষয়টি তার চাচা সালাম মোল্যা ম্যারেজ রেজিষ্ট্রার ইসহাক আলী মোল্যার কাছে জিজ্ঞাসা করলে তিনি প্রকাশ করেন, ভুয়া অভিভাবক সাজিয়ে তালাক দিয়েছেন, বিষয়টি জানাজানির পর এখন বুঝতে পারছি। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

ম্যারেজ রেজিষ্ট্রার ইসহাক আলী মোল্যা জানান, তারা ভুয়া কনে ও অভিভাবক সাজিয়ে কাজটি করেছেন বিষয়টি আগে বুঝতে পারেনি।

উল্লেখ্য, জামালপুর ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রার ইসহাক আলী মোল্যার বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানো, ভুয়া তালাকনামা সৃজনসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top