ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে তরুণ নিহত

Dead

ময়মনসিংহ নগরীতে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে মো. সামিউল সামি নামে এক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর সামি কমিউনিটি সেন্টারের অনিয়মত খাবার পরিবেশক শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ‘লাশ ঘরে’ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়াও ঘটনার নেপথ্যে মাদক সম্পৃক্ততা বা অন‍্য কোন বিষয় আছে কিনা- তাও খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে খুনের ঘটনায় কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share this post