নেত্রকোনায় নেশার টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমানে আত্মহত্যা

নেশার-টাকা-না-পেয়ে-আত্মহত্যা.jpg

নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শেখ ফরিদ (১৮) নামের এক কিশোর। সোমবার সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক শেখ ফরিদ ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা নিত। রোববার রাতে তার মায়ের কাছে ৪০০ টাকা চান। তার মা টাকা নেই জানালে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়ি ফেরেনি।

সোমবার সকালে তাদের ঘরের পাশেই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পায় প্রতিবেশী সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার এসআই শহিদুল আলম জানান, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ফরিদ নামে ওই যুবক। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this post

scroll to top