১ ঘণ্টার ব্যবধানে জামাই-শাশুড়ির মৃত্যু

jamai-shasuri

নওগাঁর মহাদেবপুরে মাত্র ১ ঘণ্টার ব্যবধানে জামাই আব্দুর রাজ্জাক (৬১) ও শাশুড়ি জাহেরা বেওয়ার (৮০) মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর গ্রামে। রোববার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে বাড়ির পাশে দক্ষিণ হোসেনপুর করবস্থানে তাদের দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, অসুস্থতাজনিত কারণে শনিবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে জামাই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। এর মাত্র ৫০ মিনিটের মধ্যেই বিকাল ৫টা ২৫ মিনিটে শাশুড়ি জাহেরা বেওয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েন। জাহেরা বেওয়া ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও আব্দুর রাজ্জাক পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত দবির উদ্দিন মন্ডলের ছেলে।

তিনি প্রায় ৩২ বছর আগে বিয়ে করে মহাদেবপুরে এসে শ্বশুরবাড়ি এলাকায় থেকে বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

Share this post

scroll to top