হেরোইনসহ নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাঁর সহযোগী তফসির খানকেও (২৫) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মামলা দিয়ে শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। প্রবান ও তাঁর পরিবার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।
নেত্রকোণা ডিবি পুলিশের ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান বলেন, ‘গোপন সংবাদে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে জনসম্মুখে প্রবানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকে গ্রেপ্তার করা হয়।’
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মো. সাদ্দাম হোসেন বলেন, ‘এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, ‘ছাত্রলীগে মাদকসেবী ও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। প্রবানের বিরুদ্ধে আজই সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।’
ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান বলেন, ‘গত বছরের ১০ জুলাই ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ প্রবানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় জেলহাজত থেকে জামিনে বের হয়ে প্রবান আবারো মাদক ব্যবসা চালান।’