ফুটবল মাঠে বেশ অনেক দিন ধরেই দেখা নেই নেইমারের, চোটের কারণে দলছুট হয়ে আছেন তিনি। তবে মাঠে না থাকলেও আলোচনায় ঠিকই আছেন এই ব্রাজিলিয়ান। এবার খবরের শিরোনাম হলেন তার বাবার কর্মকাণ্ডের কারণে। পরিবেশ দূষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নেইমারের বাবাকে।
মাঙ্গারাটিবাতে নেইমারের বাড়িতে অনুমতি ছাড়াই কৃত্রিম রথ তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। ফলে পানির গতিপথের পরিবর্তন, অনুমোদন ছাড়াই নদীর পানি ব্যবহার, পাথর ও শিলা খনন সংক্রান্ত অভিযোগ ওঠে, যা নিয়ে পরিবেশবাদী সংগঠনরা ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ফলে নেইমারের বাবাকে গ্রেফতার করা হয়।
তবে কিছু সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হয়। বিপুল পরিমাণে আর্থিক জরিমানা করা হয়েছে ব্রাজিলীয় এই তারকা ফুটবলারের বাবাকে। গুনতে হয়েছে পাঁচ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল।