ঢাকাWednesday , 21 June 2023
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ২০-৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২১ জুন) সাড়ে বারোটার দিকে উপজেলার মোকামিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কালবেলা কে জানিয়েছে ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল আমিন।
স্থানীয়রা জানান,সোনার বাংলা নামের ওই বাসটি যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসে।মোকামিয়া নামক স্থানে এসে বৃষ্টিতে পিছিল সড়কে গাড়িটি পিছলিয়ে পাশের নারকেল গাছে গিয়ে ধাক্কা খায়।এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।গাড়িটিতে ৩-৪ জন মহিলা ও কয়েকজন শিশু ছিল।তাদের হাত,পা কেটে গেছে।তারা আঙুল ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।পরে স্থানীয়রা জানালার কাঁচ ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই আহত হয়েছেন তবে কেউ মারাত্মক বা গুরুতর নয়।বাসটি থানা হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।