ময়মনসিংহের ফুলপুরে আসন্ন কোরবানির বাজারের জন্য প্রস্তুত রয়েছে ‘দেওয়ান এগ্রো’ ফার্ম।ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের ফুলপুর বওলা আঞ্চলিক সড়কের পাশেই এই খামারটি গড়ে তুলেছেন বালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোতালেব দেওয়ানের ছেলে তরুণ উদ্যোক্তা অমিত দেওয়ান।
ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনার পাঠ চুকাতেই চাকরি হয়েছিল একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে,চাকরিও করেছেন কয়েকমাস তবে অন্যের অধীনে চাকরি ভালো লাগেনি তার।সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হবেন।যেমন ভাবা তেমন কাজ।নেমে পড়লেন নিজের সিদ্ধান্ত বাস্তবায়নে।বাড়ির আঙিনায় গড়ে তোলেন গরুর খামার।খামার করে প্রথমবছরেই সফল দেওয়ান এগ্রো ফার্ম।
আসন্ন কোরবানি উপলক্ষে তাদের প্রস্তুতি চূড়ান্ত।শেষ মূহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেওয়ান এগ্রো ফার্ম চাহিদা অনুযায়ী দেড় লাখ টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকার মূল্যের শাহিওয়াল,ও দেশি ক্রস জাতের ১০ টির মতো গরু প্রস্তুত করা হয়েছে।প্রত্যেকটি গরুকে কাঁচা ঘাস,খড়,তিলের খৈল,ছোলার খৈল,মসুুরী ডালের খৈল মটরসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে।
চাকরি না করে উদ্যোক্তা হওয়ার বিশেষ কোন কারন আছে কিনা জানতে চাইলে অমিত দেওয়ান বলেন,চাকরির পিছনে না ছুটে একটা ব্যবসা করা সম্মানজনক।নিজের স্বাধীনতা বজায় থাকে।অন্যের কাছে নিজের মেধা বিক্রি করে আমরা খুব খুশি হই,মানে চাকরি।এটা আমার ভালো লাগেনি কোনদিন।নিজের মেধা অন্যের কাছে বিক্রি করব কেন?ভবিষ্যতে তিনি নিজেকে একজন মডেল খামারি হিসেবে দেখতে চান।