বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) সহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা।
শুক্রবার বিকেলে নগরীর বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ডা. নাসির উদ্দিন, মামুনুর রশীদ, মুফতি গোলাম মাওলা ভূইয়া, মুফতি ইয়াকুব সাঈদ, আলহাজ¦ আনোয়ার হোসেন, আহমদ আলী, গাজী খালিদ সাইফুল্লাহ, আশেক এলাহী, মনিরুজ্জামান তরফদার, ইলিয়াস আমিনি, যাকারিয়া আহমদ সাকি, আ. হাকিম তালুকদার, এডভোকেট মোস্তাক আহমেদ, মনোয়ার, হাবিবুল্লাহ ও সাইফুল্লাহ মানসুর প্রমুখ নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সগক প্রদক্ষিণ শেষে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ###