হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
বুধবার (১৪ জুন) বেলা সোয়া ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বেগম খালেদা জিয়া ভালো আছেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হলে পরে তা জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার নয়া দিগন্তকে বলেছিলেন, ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা সব শেষ হয়েছে। প্রাইভেসির কারণে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না। এই টুকু বলতে পারি, ম্যাডাম ঝুঁকিমুক্ত।
উল্লেখ্য, গত এপ্রিলের ২৯ তারিখে নিয়মিত চেকআপ করতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন পর চিকিৎসকদের পরামর্শে তিনি তার বাসভবন ফিরোজায় ফেরেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।