বগুড়ার শেরপুরের ভিমজানী হিন্দুপাড়ায় ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে শ্রী যুধিষ্টির রায় (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউয়িনের ভিমজানী হিন্দুপাড়ার মৃত দেবেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী যুধিষ্টির রায় জমির কাজ শেষ করে বাড়িতে এসে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চার্জে লাগানো অটোভ্যান খুলতে যায়।
এ সময় অটোভ্যানের সে আটকে পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।