জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ। সোমবার রাতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহের আয়োজনে সদর উপজেলার অফিসার্স ক্লাব মাঠে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ।
দুইদিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৬টি দল অংশ গ্রহণ করে। পরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো.মোস্তাফিজার রহমান বিজয়ী দলের খেলোয়ার সাকিব এবং জয়ের হাতে পুরুষ্কার তুলেদেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।