ময়মনসিংহের ফুলপুরের ১৫ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ হলেন ১১ বছরের মোঃ জুনাইদ হাসান। মোঃ জুনাইদ হাসান উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া দক্ষিণ পাড়া গ্রামের শ্রমজীবি হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে,নিজ এলাকার বড়ইকান্দি ডাক্তার বাড়ি বুছতানুল কুরআন নূরানীয়া ও হাফেজিয়া মাদ্রাসা অধ্যায়নরত অবস্থায় এত অল্প বয়সে কম সময়ের মাঝে সম্পূর্ণ কুরআন মুখস্থ করায় এলাকাবাসির প্রশংসায় পঞ্চমুখ মাদ্রাসার শিক্ষকগণও৷
অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ এনামুল হক ও হাফেজ নাজমুল ইসলাম জানান,জুনাইদ হাসান পরিপূর্ণরুপে কোন রকম ভুল ছাড়াই ৩০ পারা কুরআন শরীফ পড়তে পারেন।তার চেষ্টা শক্তি ও আমাদের পরিশ্রম আজ সফল হয়েছে। তার সফলতা সব সময় আমরা কামনা করছি।
পরে ১৩ই জানুয়ারি এশা বা’দ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রফিক উদ্দিন সহ মাদ্রাসার আশ-পাশের লোকজনের উপস্থিতিতে মাদ্রাসার শ্রেণী কক্ষে হাফেজ জুনাইদ হাসান কে সংবর্ধনা পুরস্কৃত করার সময় মাদ্রাসার মোহতামিম মাওলানা আমান উল্লাহ্ বলেন -ছেলেটি এত অল্প বয়সে ৩০ পারা কুরআন মুখস্থ করায় সত্যিই আমরা গর্বিত, তার সফলতায় আমরা মুগ্ধ আল্লাহ্ তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক৷