গেল ফুটবল বিশ্বকাপ খেলায় ব্রাজিলের হেরে যাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।
এই ঘটনায় তানভীর ও জোবায়ের নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার জয়দা গ্রামের বাসিন্দা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া খেলার দিন ব্রাজিল হেরে যায়। ওই দিন ব্রাজিল হেরে যাওয়ায় সোহাগের সঙ্গে তারই বন্ধু তানভীর, জুবায়ের ও অন্যান্যদের সঙ্গে কথাকাটা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তখন ঘটনাটি স্থানীয়রা মীমাংসা করে দেয়। কিন্তু ওই ঘটনায় জেদ চেপে রাখেন তারই বন্ধু তানভীর, জুবায়ের ও অন্যান্যরা।
শুক্রবার লেংড়া বাজারে ইসলামি সভা শুনতে যান সোহাগ মিয়া। এ সময় সেখানে উপস্থিত তানভীর, জুবায়ের ও আরও কয়েক যুবক সোহাগ মিয়ার উপর হামলা করে ও ছুরিকাঘাত করে। এতে সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আব্দুল মজিদ বলেন, দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।