ময়মনসিংহে ছুরিকাঘাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মুহাইমিনুল হক প্রিন্সকে (২৩) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
আহত মুহাইমিনুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের শামছুল ইসলামের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক।
পরিবার সূত্রে জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সেচ্ছাসেবক লীগ নেতা সোহেল গনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলে কৃষ্টপুর এলাকার জনি তার ৬-৭ জন সহযোগী নিয়ে মুহাইমিনুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তির পর আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।