বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। নানান বিতর্ক আর সঙ্কট সাথে নিয়ে আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে বিপিএল। প্রতি বছরই বিপিএল আসে, বিপিএল যায়; তবে উন্নতির দেখা মেলে খুব সামান্যই। বরং দিনে দিনে যেন আধুনিক ক্রিকেটের সাথে পিছিয়ে পড়ছে এই ফ্রাঞ্চাইজি লিগ। তবে দায়িত্ব পেলে এই সবই বদলে দিতেন, ঢেলে সাজাতেন বিপিএলকে- এমনটাই দাবি করেছেন সাকিব আল হাসান।
আজ বুধবার শুভেচ্ছাদূত হিসেবে বিখ্যাত গালফ ওয়েলসের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। এর আগে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে এই ভূমিকায় দেখা গিয়েছিল।
এই দায়িত্ব পালনকালে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয় বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে কী করবেন?
জবাবে সাকিব আল হাসান খুলে দেন তার স্বপ্নের দ্বার। নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়, বিপিএলে পরিবর্তন আনতে আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’
দায়িত্ব পেলে কী কী কাজ করতেন সাকিব আল হাসান তারও একটা উদাহরণ দেখিয়েছেন। বলেন, ‘এই সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনলজি থাকবে। ডিআরএস থাকবে, ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’