মঙ্গলবার জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
তিনি বলেন, জামালপুরের মেলান্দহ উপজেলায় শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করা হবে।
এখন কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) নামে তিনটি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে। নতুন দুটি নির্মাণ হলে দেশে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানে সংখ্যা হবে পাঁচটি।