ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা ৩০ শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণে পাস করেছেন।
জানা যায়, ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সারাদেশে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল করা ১ হাজার ১৮৭ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ শিক্ষার্থী।
৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে।
আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৫৮ জন, দিনাজপুরে ৮৯ জন, যশোরে ৪৩ জন, সিলেটে ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, চট্টগ্রামে ৪৫ জন, কুমিল্লায় ১১৫ জন এবং বরিশালে ১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly9teW1lbnNpbmdobGl2ZS5jb20vP2F0dGFjaG1lbnRfaWQ9MTAyMzY5IiwiaW1hZ2VfaWQiOi0xLCJpbWFnZV91cmwiOiJodHRwczovL215bWVuc2luZ2hsaXZlLmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMi8wNC9teW1lbnNpbmdoLUxpdmUtbGdvLmdpZiIsInRpdGxlIjoi4KaP4KaW4Ka+4Kao4KeHIOCmruCnn+CmruCmqOCmuOCmv+CmguCmuSDgprbgpr/gppXgp43gprfgpr7gpqzgp4vgprDgp43gpqHgp4fgprAg4Kar4Kay4Ka+4Kar4KayIOCmsOCnn+Cnh+Cmm+CnhyIsInN1bW1hcnkiOiLgpqvgprLgpr7gpqvgprIg4Kam4KeH4KaW4Kak4KeHIOCmheCmqOCngeCml+CnjeCmsOCmuSDgppXgprDgp4cg4KaV4KeN4Kay4Ka/4KaVIOCmleCmsOCngeCmqOClpCIsInRlbXBsYXRlIjoidXNlX2RlZmF1bHRfZnJvbV9zZXR0aW5ncyJ9″]
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৩৬ জন, দিনাজপুরে ৩৪ জন, যশোরে ৬১ জন, সিলেটে ৩৮ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ২৯ জন, কুমিল্লায় ৩৭ জন এবং বরিশালে ৪১ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এসময় ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা।