ঢাকাThursday , 22 December 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সংসদ সদস্য হারুন

Link Copied!

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ ও মোশাররফ হোসেন। এর মধ্য দিয়ে বিএনপির ৬ সংসদ সদস্যের সবার পদত্যাগ নিশ্চিত হলো।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুন অর রশীদ বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি। এর আগে গত মঙ্গলবার রাতে হারুন অর রশীদ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেন। দেশে ফিরে সকালে সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে দলের সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। এর পরদিনই (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে ৫ সংসদ সদস্য সশরীরে পদত্যাগপত্র জমা দেন। ওই দিন রাতে সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। এরই মধ্যে এসব আসনে উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।