ঢাকাSunday , 4 December 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আবারও স্বর্ণপদক পেলেন গৌরীপুরের রায়হান

Link Copied!

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী প‌রিচালক (ক্রীড়া) রায়হান উ‌দ্দিন ফ‌কির । তি‌নি আবারও ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শুক্রবার ১০০ মিটার হার্ডেলস প্রথম স্থান (স্বর্ণপদক) ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় স্থান এবং উচ্চলাফ (হাই জাম্প) প্রথম স্থান (স্বর্ণপদক) অর্জন ক‌রে‌ছেন।

রায়হানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামে। তাঁর এ অর্জনে গর্বিত গৌরীপুর উপজেলার সর্বস্ত‌রের মানুষ।

রায়হান গৌরীপুরের অচিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিম ফকির ও রেজিয়া খাতুন দম্পতির সন্তান। তিনি অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালেই স্কুল পর্যায়ে উপজেলায় দৌড়, লংজাম্প ও হাইজাম্পে ১১ বার চ্যাম্পিয়ন হন। পরবর্তী সময়ে শাহ্গঞ্জ উচ্চবিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সুনাম অর্জন করেন। ১৯৮৭ ও ৮৮ সালে দুবার আন্তজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাইজাম্প, লংজাম্প ও ১০০ মিটারে দৌড়ে প্রথম স্থান অর্জন করেন রায়হান। এরপর ঢাকা বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৮ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একককে চ্যাম্পিয়ন ও দ্বৈতে রানারআপ হন তিনি।

জানা গে‌ছে, চাকুরী জীব‌নের প্রথম ধা‌পে শিক্ষক থাকাকালীন সময়ে তিনি সার্কেল অ্যাডজুট্যান্ট হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। খেলাধূলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ও ক্রীড়া সূলভ মনোভাবের কারণে তাকে এ বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট (ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি তাঁর মেধা, মননশীলতা ও যোগ্যতাদ্বারা ক্রীড়া দলে সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখেন যা প্রশংসার দাবি রাখেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি পুণরায় সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দল’-এর ৫২ (বায়ান্ন)টি টীম রয়েছে। তিনি প্রতিটি টীমের টীম ম্যানেজারের দায়িত্ব অতি সুনিপুনভাবে পালন করে আসছেন। তার নেতৃত্বে এ বাহিনী সর্বশেষ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এ ৫ম বারে মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রায়হান উ‌দ্দিন ফ‌কির জানান, তি‌নি একজন বিসিএস ক্যাডার ভুক্ত কর্মকর্তা হয়েও অদম্য ইচ্ছাশক্তি ও মনোবলের কারণে তিনি জাতীয় মাস্টার্স এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৬ সালে অংশগ্রহণ করে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য এবং ২০১৮ সালে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক অর্জন করে এ বাহিনীর সম্মান বয়ে চলেছেন, যা ভবিষ্যত খেলোয়াড়দের প্রেরণা যোগাবে।

বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ক্রীড়া) হিসেবে দায়িত্ব পালন করছেন রায়হান। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলে পদক অর্জন করা আমার জন্য গৌরবের। আমার এ অর্জনের জন্য সক‌লের প্রতি আমি কৃতজ্ঞ।’ ###

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।