ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মহানগরের সদ্য বিদায়ী সভাপতি এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক পদে আবারও মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
অপরদিকে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে সিটি মেয়র মো. ইকরামুল হকের নাম ঘোষণা করা হয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে আবারও মোহিত উর রহমান ওরফে শান্তকে রাখা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁদের নাম ঘোষণা করেন।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।