ঢাকাFriday , 11 November 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে ট্রেনে গফরগাঁওয়ের ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

Link Copied!

রাজধানীতে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের ২০ হাজার নেতাকর্মী।

স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে নেতাকর্মীরা শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ রুটের ৪টি ট্রেন বোঝাই করে কেন্দ্রীয় যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে রওনা হন।

ভোর থেকেই উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে গফরগাঁও রেলওয়ে স্টেশন, মশাখালী রেলওয়ে স্টেশন ও কাওরাঈদ লেরওয়ে স্টেশনে উপস্থিত হন। সকাল ৭টার আগেই স্টেশন এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনে নেতাকর্মীদের স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। অধিকাংশ যুবলীগের নেতাকর্মী আন্তঃনগর যমুনা, যাত্রীবাহী কমিউটার, আন্তঃনগর ব্রহ্মপুত্র ও মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসে ঢাকা রওনা হন। অতিরিক্ত ভিড়ের কারণে যারা এই ট্রেনগুলোতে উঠতে পারেননি, তারা আন্তঃনগর হাওর এক্সপ্রেসে রওনা হন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ বলেন, স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে আমরা ২০ হাজার নেতাকর্মী ঢাকার যুব মহাসমাবেশে অংশগ্রহণ করছি। ট্রেনের টিকিট ভাড়াসহ সকল খরচ বহন করছেন এমপি।

ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মহাবেশ উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করতে, উজ্জীবিত করতে গত ১০ দিন ধরে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক দেড় শতাধিক কর্মীসভা করা হয়েছে। ২০ হাজার উজ্জীবিত নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে যুব মহাসমাবেশে অংশগ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।