শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকেই কিনের আলী নামের এক ব্যক্তিকে ক্ষুরের আঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিনের আলী ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। এ সময় অপর এক আহতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই এলাকার কিনের আলীর সঙ্গে তুফান ও চান মিয়াদের ধানের জমিতে সেচ দেয়া নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বুধবার রাতে এলাকার মুরুব্বিরা দু’পক্ষকে নিয়ে সালিশে বসে। বৈঠকের এক পর্যায়ে প্রতিপক্ষ ধারাল ক্ষুর দিয়ে কিনের আলীকে এলোপাতাড়ি আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির উদ্দিন বাদল জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শেরপুর জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।