ময়মনসিংহে রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় গ্রেফতার জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে ময়মনসিংহের মুখ্য আমলি আদালতের বিচারক ইমাম হাসান এ আদেশ দেন। আদালত পরিদর্শক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেলে ১৯ জনকে আদালতে নিয়ে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিচারক সোমবার শুনানির দিন ধার্য করেন। সোমবার বিকেলে আদালত রিমান্ড আবেদন বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
মোজাম্মেল হক ছাড়া গ্রেফতার অন্যরা হলেন, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, তাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান, শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, আলমগীর হোসেন, মো. নাফিজ, আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও নুরুল হক।
তাদের আটকের বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, শনিবার সকালে নগরীর চরপাড়া এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত নেতাকর্মীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান তারা। মিছিল পণ্ড হওয়ার পর বিকেলে ঐ এলাকার সালতানাত হোটেলে গোপন বৈঠকে বসে জামায়াতের লোকজন। পুলিশ সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে।
পুলিশ কর্মকর্তা ফারুক আরো বলেন, তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতার পাঁয়তারা করছিলেন। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।