ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়। ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ কমিটির অনুমোদন দেন। এদিকে কমিটিতে ত্যগী কর্মীদের স্থান দেওয়ায় প্রশংসায় ভাসছেন ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন নাঈমকে সভাপতি ও আবু হাসিব মুক্তকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ১৮১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে- সহ-সভাপতি ৪৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ২৪ জন, উপ-সম্পাদক ৫৬ জন, সহ-সম্পাদক ১৫ জন এবং সদস্য রয়েছেন ১৩ জন।
জানতে চাইলে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হল ছাত্রলীগকে গতিশীল করেছি। নতুন পদপ্রাপ্তদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রত্যেকে নিজের অবস্থান থেকে ছাত্রলীগের জন্য কাজ করে যাবেন।’