ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাঠখলা বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
এতে ১৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শেরপুরগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে দুমরেমুচড়ে যায়।
আহতদের কয়েকজন হলেন-ঝিনাইগাতি উপজেলার মোজাম্মেল (৭০)ও আবু বকর সিদ্দিক (৮০)নালিতাবাড়ী উপজেলার প্রান্ত (২০),সিরাজ উদ্দিন(৫০) নাজনীন(২৫)মানিক (৩৬),জুয়েল (৩৮),নকলার রিপন (৩৪),আব্দুর রহিম (৫০),স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে মোজাম্মেল প্রান্ত,সিরাজ,মানিক জুয়েল ও আব্দুর রহিমের অবস্থা গুরুতর।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা.তন্ময় সাহা তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,এসআই কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।